ক্লান্তির মেঘ হয়েছে উধাও
মানুষ বাঁচতে চায়
মুক্তির পথ আছে কোথায়
কেউ নেবেনা দায়!


গরীব মানুষের ঝরেনা ঘাম
ঘরে বসেই ক্লান্ত
আয়ের রাস্তা হয়েছে বন্ধ
সব্বাই যেন দিকভ্রান্ত।


শুকনো গাছ শুকনো মানুষ
শুকনো বাসি ভাত
সময় মত তাও মেলেনা
কাটবে কেমনে রাত।


অভাব এখন দুয়ারে হাজির
ঝিমিয়ে নিয়ন আলো
রোজ দুবেলা যাবে জুটে
দিনেও আঁধার কালো।


সাঁঝের প্রদীপ মিটিমিটি জ্বলে
কবে আসবে সুদিন
মানব জীবন চলবে এভাবে
কাটবে কী দুর্দিন?


    ****