মনের বাউল উদাস কেন
সুখের ঘরে তালা
হৃদয়ের রঙ মরা রোদ্দুর
দুঃখের ঘরে জ্বালা!


শখ আহ্লাদ নেই জীবনে
শুধুই মরি খেটে
জীবন বৃথা কষ্ট লেখা
ভাত নেইতো পেটে!


সুখের ঠিকানা হারিয়েছে পথ
মিথ্যে স্বপ্ন খুঁজি
মনের শখ মনেই রবে
নেই সম্বল পুঁজি!


বিধাতার চোখ বন্ধ এখনও
দুবেলা জোটেনা ভাত
শখ আহ্লাদ লুকাই হৃদয়ে
ঘনায় আঁধার রাত!


খোলা আকাশ স্বপ্ন লেখে
করবো কখন পুণ্য
মনের শখ মেটেনা জীবনে
মরলেই জীবন ধন্য!


   ****