রাতের আকাশ জ্যোৎস্না কুড়ায়
আসে না আঁধারে ঘুম
বুকের মাঝে দাপিয়ে বেড়ায়
সদাই হাঁটে দুমদুম।


শ্রাবণের ধারা দু’চোখে নিয়েছি
কান্না যায় না বোঝা
দারিদ্র্যের দায় মাথার উপর
কেমনে দাঁড়াবো সোজা!


শুকিয়ে গিয়েছে চোখের মণি
শরীরে রক্ত শূন্য
বুকের পাঁজরে মরা ইতিহাস
জীবনে করি নি পুণ্য?


মহাজনের কাছে অনাদায়ী সুদ
ক্রমেই চলেছে বেড়ে
আর কটাদিন পরেই দেখবো
সবই নিয়েছে কেড়ে!


জীবন যেন শাঁকের করাত
অভুক্ত কাটে রাত
যুদ্ধ করেই বিদ্ধস্থ শরীর
তবুও জোটেনা ভাত!


   ****


রচনাকাল – ২৮/০৭/২০২১