কবিতা  -   সেবাই মানব ধর্ম
********************


মন্দির মসজিদ গির্জা সবই এখন বন্ধ
খোলা শুধুই হাসপাতাল মানুষ বড় অন্ধ।


ডাক্তার নার্স পুলিশ বন্ধু সেবাই তাদের ব্রত
ঘুমিয়ে আছে বিশ্ব পিতা সৃষ্টিতে নেই রত।


গরীব মানুষ পায় না খেতে যেন বিশ্বে খরা
কঠিন রোগে করছে লড়াই এ কোন বসুন্ধরা।


ধনী গরীব ছাড়েনা কেউ এমন মারণ রোগ
টাকা থেকেও মরছে ধনী যতই করো ভোগ।


সেবাই যাদের পরম ব্রত তাদেরই এখন বিপদ
রোগ সারাতেই তারাই রোগী 'করোনা'ই আপদ।


জীবন দিয়ে জীবন রক্ষা এটাই সেবার ধর্ম
সবাইকে তাদের জানাই প্রণাম এটাই মোদের কর্ম।


               **********
রচনাকাল  - ০৮|০৪|২০২০


****************
কবিতা  -  মুক্তির স্বাদ
****************


কান্নার শব্দ খুঁজছে নদী রাখবে ধরে বুকে
মুছিয়ে দেবে কান্নার জল থাকবে সবাই সুখে।


দুঃসময়কে যাবো ভুলে কবিরা লিখছে কাব্য
লেখায় পাবো খুশির ভুবন কান্না মুছে ভাব্য।


নদী বলে সব দুঃখ আমার হৃদয়ে দাও
ভাসিয়ে দেবো দুঃখ ব্যথা ভাবনা ভুলে যাও।


নদীর বুকে উড়ছে পাখি খবর দিল গোপন
অসুখ বিসুখ থাকবে না ভাই সবাই সবার আপন।


বাঁধন খুলে ছুটছে মানুষ এখন থেকেই  মুক্ত
উড়ছে হাওয়ায় পাখির ঝাঁক হৃদয় হয়নি রিক্ত।


বন্দি মানুষ মুক্তি পেলো দুঃখ গেল ভুলে
মনের নদীতে বাণ ডেকেছে দাওনা দুবাহু খুলে।


               ***********


রচনাকাল  - ১৬|০৪|২০২০