রক্তের দাগ এখনও লেগে আছে চাবুকের বুকে
শঙ্কর মাছের চাবুক আজও শোভা পায় জমিদার বাড়িতে
ইতিহাসের পাতায় পরতে পরতে লুকিয়ে গরীবের কান্নার শব্দ!


খাজনা আদায়ে ব্যবহার হত শঙ্কর মাছের চাবুক
গরীব প্রজাদের বুকের উপর পা তুলে দিয়ে চলত অকথ্য অত্যাচার
সপাৎ সপাৎ চাবুকের তীব্র কষাঘাতে জর্জরিত হত গরীব প্রজারা।


উদাসী অভিমানে আজও হতবাক জমিদার বাড়ির তোরণ দরজা জানালা
কালশিটে দাগে সারা শরীরে ভরে উঠত আহত বিহঙ্গের মত
রক্তমাখা চাবুকে পড়েছে ইতিহাসের ধুলোমাখা জং।


অবহেলায় অযত্নে ভেঙে পড়ছে জমিদার বাড়ির কঙ্কাল দেহ
তবুও দেওয়ালের নীরব অন্ধকারে আজও ঝুলছে শঙ্কর মাছের চাবুক
চাপ চাপ রক্ত যেন কিছু অত্যাচারের গোপন কথা বলতে চায়!


গরীব প্রজারা অপমান গিলতে গিলতে তারাও ভুলে যায় ওরাও মানুষ
অজস্র ঋণের বোঝায় তারা একটা সময় জমিদার বাড়ির ক্রীতদাস হয়ে যেত
সভ্যতার সাথে তাল মিলিয়ে বদলে গেছে অত্যাচারী জমিদারদের বৈভব!


            *********