অপলক চেয়ে আছে শ্রাবণের মেঘমুক্ত আকাশ
জীবন কেমন ফ্যাকাসে হয়ে গেছে নীরবে
মাঠের বীজতলা শুকিয়ে ক্রমশ হলুদবর্ণ
হু হু করে গভীরে নেমে যাচ্ছে জলস্তর।


তৃষ্ণার্ত গাছগুলো রোদ্দুর গিলতে গিলতে দিশেহারা
মানুষকে বাঁচতে গিয়ে তাদেরই উঠছে নাভিশ্বাস
শীঘ্রই বৃষ্টি না হলে জীবনের রঙ হবে বিবর্ণ
দিঘির জলই শূন্য দৃষ্টিতে চেয়ে আছে আকাশের পানে।


শ্রাবণ মেঘ কেন আড়ি করে আছে ...
গাছেদের শরীরেও কেমন কালশিটে দাগ
পাখিদের ডানাগুলো রোদ্দুরে পুড়ে যাচ্ছে
প্রকৃতির এমন রূপ কেউ কখনও আগে দেখেনি।


শরতের আকাশের মত খন্ড খন্ড মেঘ ভেসে বেড়ায়
দিগন্ত জুড়ে উড়ছে ধুলো ঝড় ...
আঁধারের বুক চিরে বেরিয়ে আসছে একরাশ কান্না
রাস্তার বাতিস্তম্ভের নিয়ন আলোটাও যেন অসহ্য লাগে!


            *****