আলমারির প্রতিটি স্তরে সাজানো সভ্যতার রঙমশাল
কখন পরবে এতো আলো ঝলমলে রঙিন শাড়ি
নিজের অজান্তে খুশি ঝরে পড়ে হৃদয়ের কোণায় কোণায়।


আজীবন যত্নে লালিত ভালোবাসার উপহার –
সূর্যাস্তের ধূসর আলোয়ও লজ্জা রাঙা মধুর হাসি
উপহারে ভরে গেছে আলমারির প্রতিটি বুক!


যুবতী থেকে কখন সে হয়ে উঠেছে নববধূ
নতুন শাড়ির গন্ধ নিতে নিতে প্রাণ জুড়িয়ে যায়
জ্যোৎস্না রাতের আলোও যেন হার মানে তার রূপে।


মন সাগরে উঠেছে উথালপাথাল ঢেউ –
কোন শাড়িতে তাকে মানাবে সে ভেবেই পায় না
রঙ বাহারি শাড়ি তার স্বপ্ন ছুঁয়ে থাকে।


আজ তার বাসর, সারা ঘরটা রজনীগন্ধায় ম ম করছে
তবুও সে ভুলতে পারে না তার শাড়ির গন্ধ –
ভাবতে ভাবতে নিভে যায় বাসরঘরের সুরভিত আলো।


ডুব সাগরে পার হয় ভালোবাসার মানুষ -
শরীর থেকে ধীরে ধীরে খুলে যাচ্ছে গোপন অঙ্গীকার
একটা সময় হাজার চেষ্টা করেও তার প্রিয় শাড়িটা খুঁজে পায় না!


        *******