টুকরো টুকরো চাঁদের আলো পড়ছে ঝরে ঘাসে
দু’চোখ বুজে আবেগ ছুঁয়ে আছি তারই পাশে।


নীল যমুনার জলে সাঁতার কাটে সারা রাত -
দুটো শরীরে লেগেছে গ্রহণ ভেবোনা অভিসম্পাত।


চোরাকুঠুরির সিঁড়ি দিয়ে নেমে যায় অভিসার
গোপন খবর থাকে না চাপা জেগে ওঠে বারবার।


পায়ের নূপুর ঝুমকো দুল শব্দ যাবে না চাপা
লজ্জাবতী দুষ্টু মেয়ে পা ফেলে তাই মাপা।


হৃদয় নদী জল থৈ থৈ শরীর পুড়ে ছাই
ভালোবাসার প্রথম পুরুষ কোথায় খুঁজে পাই!


লক্ষ তারা অবাক চোখে রাত্রি গিলে খায়
চাঁদের আলো বুকের মধু কোথায় উবে যায়!


            ******