বেঁচে থাকার রসদ মানুষ বোধ হয় এই ক'দিনই পেয়ে থাকে
সারাটা বছর অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষ
জোনাকির আলো বুকে জড়িয়ে যেন বেঁচে আছে।


দুর্গোৎসবের এই মুহূর্তগুলো মানুষ কক্ষনো হারাতে চায় না
জীবনের ইতিহাসটা বড্ড রঙচটা লাগে আজীবন
একটু খুশির ঝলক দেখার প্রতিক্ষায় হাপিত্যেশ করে বসে থাকে।


শঙ্খচিলের ডানায় যেন নেমে আসছে সোনালী রোদ্দুরের পরশ
শারদীয়া দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠে ধনী গরীব সবাই
সব ধর্মের মানুষের এক মিলন মেলা শারদোৎসব।


শরতের আকাশে বাতাসে আগমনী গানের সুর বেজে সর্বত্র
দিগন্ত জুড়ে সাদা কাশফুলের হিল্লোল ওঠে
শিউলি ফুলের সুগন্ধে মাতোয়ারা শহর থেকে গ্রাম।


শারদীয়া দুর্গোৎসব বাঙালী মননে জীবন কাব্যের দোলা দেয়
রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে সর্বত্র
মানুষ ভুলে থাকতে চায় এই ক'দিন তাদের দুঃখ যন্ত্রণার বিবর্ণ ইতিহাসকে।


           ******


রচনাকাল  - ০১|১০|২০২১