শ্রমিক মজুর খাবে কী ক'জন রাখে মনে
দুঃখের রোদে পুড়ছে ওরা জীবন কাটে ঋণে।


কাজ হারিয়ে শ্রমিক বেকার কল কারখানাও বন্ধ
চোরা স্রোতে যায় হারিয়ে অভাবে ওরাও অন্ধ।


আঁধারে প্রদীপ কে জ্বালাবে কে দেবে দু'মুঠো অন্ন
ভোগ বিলাসের এতো আয়োজন ওসব ধনীর জন্য।


মিটিং মিছিল শ্রমিক দিবস সবই আজ মূল্যহীন
শ্রমিক মালিক বিবাদ চিরকাল বাঁচার আশাই ক্ষীণ।


খুলবে আবার কল কারখানা দু'চোখে নতুন স্বপ্ন
লড়াই করে বাঁচাবে জীবন এই স্বপ্নেই মগ্ন ।


সুখের সেদিন আসবে কবে মিলবে আবার কাজ
কাজের কোনো জাত হয় না নেই সেখানে লাজ।


           *******


রচনাকাল - ০১|০৫|২০২১