হাঁটু মুড়ে মাথা নীচু করে চুমু খেয়েছি পায়ে
তবুও হয় নি দয়া একটুও আমাদের জন্যে
তোমার হৃদয়ে দিয়েছ তালা অলীক কারণে
তুমি নাকি ঈশ্বর, তবে কেন এতো নির্দয়!


পাখির ডানা ছুঁয়ে নেমে আসে শোক
ফাগুনেও রঙ ফিকে হয়ে যায় অবাধ্য কান্নায়
তবুও ভেঙে পড়িনি, কারণ কোনো একদিন আমাদের হাতটা তুমি ধরবেই।


পাতা ঝরা শেষ করে উলঙ্গ গাছেদের শাখায় শাখার ভরে যাচ্ছে কচি পাতা
বসন্ত ঋতুর অপরূপ শোভায় চোখ জুড়িয়ে যায়
নতুন করে বাঁচতে সাধ জাগে হৃদয়ের উপত্যকায়
তোমার অপূর্ব লীলায় আজও রূপ বদলায় এই পৃথিবীতে।


মাথা নিচু করতে করতে শিরদাঁড়াটা ক্রমশ বেঁকে যাচ্ছে
তুমি হাতটা শুধু একটি বার মাথায় ছুঁইয়ে দাও
আর কিচ্ছু চাই না, ওতেই হয়ে যাবে সবকিছু।


শিরদাঁড়া দিয়ে নেবে গেছে বহু রক্ত ঘাম  ...
মুখ ফিরিয়ে নিও না ঈশ্বর, মুক্তি চাইছে মানুষ
রক্ত উঠছে গলা দিয়ে, এতো রক্ত অভুক্ত মানুষের কোথা থেকে আসে?


           *******


রচনাকাল  - ০৬/০৩/২০২২