গাছের শিকড়ের গভীরতা না থাকলে সে গাছ বেশি দিন বাঁচে না
যে কোনো সময় ঝড়ে উপড়ে যেতে পারে
বয়সের ভারে হোক কিংবা কম বয়সে।


মেঘলা কথায় মানুষকে কমজোরি মনে হয় -
মানুষের মধ্যে সচ্ছলতা না থাকলে মানুষকেও শিকড়হীন ভাবে সব্বাই
সূর্যাস্তের শেষ আলোক বিন্দু যতক্ষণ থাকে মানুষকে জীবিত লাগে।


গাছের মতো মানুষের শিকড় মজবুত হবে কী করে
যদি না ঠিক মতো আহার জোটে দু’বেলা  -
বাঁচতে গেলে চাই উপযুক্ত জল বাতাস আর বিশুদ্ধ খাবার।


কান্নার পাথর বুকে ধরে বসে আছে এক একটা শিকড়হীন মানুষ
বোকা রোদ্দুরও জেনে গেছে ভরা বর্ষাতেও তার ঠাঁই নেই আকাশ কিংবা মাটিতে
লুটিয়ে পড়া গাছের মতো মানুষও চায় বেঁচে থাকার শেষ লড়াইটা লড়তে।


এক বুক দীর্ঘশ্বাস নিয়ে কুঁকড়ে আছে কতো মানুষ -
নিজের ছায়াটা ক্রমশ দীর্ঘতর হচ্ছে সব্বাই বুঝতে পারছে
মেঘের আড়াল থেকে হেসে উঠছে সূর্যকিরণের মায়াময় আলোক রশ্মি।


       *******


রচনাকাল – ০২/০৭/২০২১