সীমান্তের মেঘ কথা রাখেনি আজও -
গোঁয়ারতুমি করে ফিরেই গেছে অচিন দেশে
ঈশান কোন এখনও অভিমান করে আছে
শঙ্খচিলের ডানায় কালো মেঘের গোপন সংকেত!


দ্বিতীয়ার চাঁদে কলঙ্ক বোঝা যায় না -
তবুও অবুঝ তাকিয়ে থাকে প্রেমিক যুগল
ছন্নছাড়া মেঘ খামখেয়ালী করে বেড়ায়
দ্বিতীয়ার চাঁদের মত নিমেষেই হাওয়া।


ঝোপের আড়াল থেকে ভেসে আসে জোনাকির কান্না
বৃষ্টিহীন রাতে চীৎকার করে অবাধ্য ব্যাঙগুলো
দিনের প্রখর রোদ্দুরে পুড়ে যায় কৃষক ...
ভালো আছি ভালো থাকবো কেমন করে বলবো।


সীমান্তের মেঘ কথা রাখেনি এখনও –
ধূ ধূ মাঠের প্রান্তরে তাকিয়ে থাকে কৃষক
জলহীন মুক্ত আকাশ দেখে কৃষকের চোখে নামে জল
এমন শুকনো শরীরে এত জল ছিল কোথায়!


          *******