জমির বুক শুকিয়ে গেছে
হয়নি ছ'মাস বৃষ্টি
মেঘহীন আকাশ পুড়ছে পাঁজর
কেমনে হবে সৃষ্টি!


আমফান ঝড়ের ধ্বংসের রূপ
দেখেছে দেশের মানুষ  
প্রকৃতির সাথে রোয়াব দেখিয়ে
মানুষই হয়েছে ফানুস।


ঝড়ের ক্ষত যায়নি মিলিয়ে
কৃষকের মাথায় হাত
ঋণের বোঝায় শিরদাঁড়া ভাঙে
জোটেনা দু'মুঠো ভাত।


দিনের আলোতেও দুচোখে আঁধার
এই কী বলে জীবন
দারিদ্র্যের সাথে লড়াইয়ে হেরে
আসবে জেনো মরণ।


বিধাতার কাছে একটাই প্রার্থনা
কবে আসবে সুদিন
দুমুঠো অন্ন দুবেলা দিও
যদি কাটে দুর্দিন।


       ******


রচনাকাল  -  ০৯/০৩/২০২১