গাছ গাছালির ফাঁক দিয়ে
পূর্ণিমা চাঁদ হাসে
সাগর নদীর মোহনায় এসে
সমুদ্র স্রোত মেশে।


সহজ পাঠের সহজ কথা
গেছি সবাই ভুলে
বর্ণপরিচয় হয় না এখনও
যারা গরীব ছেলে।


সব জায়গায় দেখি আমরা
কাজের লোক ছোটো
শৈশব তাদের হয়েছে চুরি
ব্যাপারটা খুবই ছোটখাটো!


শিশু শ্রম বন্ধে আছে
কঠিন কিছু আইন
নিয়ম মেনে চলে ক’জন
সবাই ভাঙে আইন!


প্রতিদিন ওঠে নতুন সূর্য
প্রতিদিন ডুবে যায়
গরীব অনাথ শিশুদের কথা
একটু ভাবা কি যায়?


       *****