শীত মানে চড়ুইভাতি শিশির ভেজা ঘাস
শীত মানে লেপ কম্বল গরীবের কষ্টে বাস।


শীত মানে খেজুর রস নলেন গুড়ের মোয়া
শীত মানে কষ্ট ভুলে গুটিসুটি মেরে শোয়া।


শীত মানে পরিযায়ী পাখি ঝিলের জলে খেলা
শীত মানে পৌষ পিঠে বাংলা জুড়ে মেলা।


শীত মানে সোনালী ধান কৃষক শুধবে ঋণ
শীত মানে নবান্ন উৎসব খুশিতে বাঁচার দিন।


শীত মানে ফুলের শোভা টগর গোলাপ জুঁই
শীত মানে হিমেল রোদ্দুর মাটির বিছানায় শুই।


     ******


 
রচনাকাল – ১৪/১২/২০২১