শিরোনাম – শ্রাবণ


শ্রাবণ মেঘ হাতছানি দিয়ে ডাকে
নদীর জল ছুটছে গভীর বাঁকে
শ্রাবণ ধারায় ভিজছে সবুজ বন
চাষের জমিতে কৃষক দিয়েছে মন
প্রকৃতি যেন শ্রাবণকে জড়িয়ে থাকে।


   *****


 


শিরোনাম – মেরুদণ্ড
**************
 
অসংখ্য মানুষ ফুটপাতে আছে শুয়ে
কবেই গেছে ওদের মেরুদণ্ড নুয়ে
বেঁচে থাকার আছে কোনো দাম
গ্রাম শহরে নেই শ্রমের কাম
সারাটা জীবন শুতেই হবে ভুঁয়ে!


    *******


রচনাকাল - ২২/০৭/২০২১