শ্রাবণের ধারা অবিরাম ঝরে
আকাশ আঁধারে ঢাকা
শহরের পথ জল থৈথৈ
বস্তির কুঁড়ে ফাঁকা।


নদীর পাঁজর ফুঁসছে আবার
ভেসে যাবে লোকালয়
দুরুদুরু কাঁপে নদীর মানুষ
দেখছে অলীক ভয়।


বর্ষার মেঘে অশনি সংকেত
অঝোরে ঝরছে বৃষ্টি
কৃষক হৃদয়ে চিন্তার মেঘ
কেমনে হবে সৃষ্টি।


গ্রাম শহরের নিকাশি ব্যবস্থা
আজও হয়নি ঠিক
পথগুলো এখন হয়েছে নদী
দিশেহারা চারিদিক।


শ্রাবণের ধারা থামবে কবে
শুকিয়ে সবার মুখ
অতি বৃষ্টিতে কৃষিকাজ নষ্ট
জীবনে আসবেনা সুখ?


     ******


রচনাকাল  -  ৩০|০৭|২০২১