কাটছে মাটি জ্যৈষ্ঠ তাপে
পুড়ছে শরীর মন
তৃষ্ণায় ছাতি যাবেই ফেটে
কোথায় আপনজন।


কোদাল চালায় শ্রমিক মজুর
পায় না তেমন মজুরি
ঘরে আছে হাজার অভাব
কাজ করাটাও জরুরি।


নিত্য নতুন ঘরে অনটন
তবুও হাসি মুখ
বুকের পাঁজরের হাড় ক'খানা
কিনবে কেমনে সুখ!


সকাল থেকে সাঁঝ অবধি
চালায় কোদাল মাঠে
শরীরের রক্ত হচ্ছে জল
সংসার উঠবে লাটে?


ভোরের আলোয় কান্না লেখা
কষ্টে কাটে জীবন
শ্রমিক মজুর লড়াই করেই
লিখবে তাদের মরণ।


       ******


রচনাকাল  - ২৬|০৫|২০২২