শিশু শ্রমিক বৃদ্ধ শ্রমিক
কাজই ওদের সম্বল
সারা জীবন আছে দুঃখ
শীতে জোটে না কম্বল।


জোনাকি আলোয় শরীর গরম
নিত্যসঙ্গী অভাব
অভিমান করে কী লাভ বলো
দারিদ্র্য করেছ স্বভাব।


মুক্তির গান গাইতে মানা
চাবুকে রক্তের দাগ
শ্রমিক জীবন কান্না কাব্য
কাকে দেখাবে রাগ!


ভাগ্যের কাছে দাসখত্ লিখে
সুখ কেমনে চাও
বাঁচার মূল্য হারিয়ে ফেলে
দুঃখ কুড়িয়ে নাও!


মুক্তির পথ হয়েছে রুদ্ধ
মাথায় পাথর বোঝা
মেরুদণ্ড বেঁকে মাটিতে মেশে
আর হবে কী সোজা?


      *******


রচনাকাল - ০২/০৫/২০২১