ছেঁড়া পোশাক ময়লা শরীর
অভুক্ত যতো পেট
কাজ করিয়ে দেয় না পয়সা
মহাজন মালিক শেঠ।


শিশু শ্রমিক কাজটা করে
সকাল থেকে সাঁঝ
বাড়িতে আছে দুঃখ মিছিল
চিন্তায় কপালে ভাঁজ।


ভোরে উঠেই কাজে লাগে
ঘুমাতে মধ্য রাত
কখন খেলো দেখলো না কেউ
মালিক ভাবে বজ্জাত।


রক্তের রঙ সবারই লাল
ক'জনের আছে শিক্ষা
ভদ্র পোশাক মুখোশে ঢাকা
শিশুরা করবে ভিক্ষা?


মুক্তির গান গাইবে কবে
শৃঙ্খলে বাঁধা শিশু
প্রতিটি শিশুর হৃদয়ে আছে
ঈশ্বর আল্লা যীশু।


      ******


রচনাকাল - ২৮/০৩/২০২১