সূর্যের শরীরে কামড় মারছে হিমেল বাতাস
ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে উদ্ধত তাপের উত্তাপ
খেটে খাওয়া মানুষ পুড়ে পুড়ে কালো হয়ে যায়।


অট্টহাসিতে নেই কোনো জন্মের অধিকার
বেঁচে থাকাটাই যাদের কাছে দুরূহ –
তারা নাকি অট্টহাসিতে ফেটে পড়বে
এমন ভাবনা নিছকই কল্পনা ছাড়া কিছুই নয়।


ভোরের শিশির ভিজিয়ে দিচ্ছে ঘাস লতাপাতার বুক
পদ্মপাতা থেকে ঝরে পড়ছে শিশির বিন্দু টপ টপ টপ...
দেরীতে ঘুম থেকে ওঠা ওদের কঠোরভাবে নিষিদ্ধ
ভোরের শিশির বুকে জড়িয়ে ছুটতে হয় কাজে।


ঘুমে ডুবে আছে সারা গ্রাম –
ভোরের প্রথম ট্রেনটা ধরতে না পারলে কাজটাও চলে যাবে
যেতেই হবে, কোনো অজুহাত চলবে না সেখানে
দারিদ্র্যটা অহরহ কড়া নাড়ছে অভুক্ত মুখের উপর।


ছুটছে ছুটছে, ভোরের ট্রেন যে ধরতেই হবে -
ভোরের অন্ধকার ফুঁড়ে ছুটে যাচ্ছে অসহায় শ্রমজীবী মানুষের দল
জীবন থেমে থাকে না, কেউ বা হারিয়ে যায় কালের স্রোতে
কেউ বা লড়াইটা চালিয়ে যায় আজীবন...


     *****


রচনাকাল – ০১/১১/২০২১