সজনে গাছের সারা শরীরে ভরে গেছে শুঁয়োপোকায়
কুরে কুরে খাচ্ছে সজনে গাছের হাড় মজ্জা মাংস
চুষে নেবে শরীরের যেটুকু আছে শ্বাস ...


মানুষের শরীরেও বাসা বেধেছে দুঃসময়
অন্তর দিয়ে অনুভব করো দেখতে পাবে সব
বুকের কঙ্কালগুলো সহজেই গোনা যায়।


শুঁয়োপোকার থেকেও আরও ভয়ংকর রোগ গিলছে মানুষকে
দারিদ্র্যের জাঁতাকলে শুকিয়ে যাচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ –
হাড় হিম হয়ে ধীরে ধীরে নিঃশ্বেষ হয়ে যাওয়া।


শুঁয়োপোকার গায়ে আগুণ ধরিয়ে দিলেই গাছের মুক্তি
মানুষের শরীরে দারিদ্র্য নামক শুঁয়োপোকার থেকে নিস্তার নেই
চিতার আগুনে ছাই হয়ে যায় দারদ্র্যের যন্ত্রণা!


মুক্তির স্বাদ পেতে পাখির মত মানুষও উড়তে চায়
ছন্দময় জীবনে একটু আলোর খোঁজে ছুটে বেড়ায় অসহায় মানুষও
শুঁয়োপোকার থেকে গাছের মুক্তি হয়, মানুষের মুক্তি হয় না কখনও ...


        *******


রচনাকাল – ১৩/১০/২০২০