শিশু শ্রমিক কাজ করে খায়
হোটেল কিংবা ইট ভাটায়
বয়স তাদের হোক না বারো
কার কিবা এসে যায়!


ঘরের শিশু থাকে যত্নে
গরীব শিশু খাটে
মাথার উপর অভাব বোঝা
মরে পথে ঘাটে।


আইনকে দেখায় বুড়ো আঙুল
হয় না সভ্যতার লজ্জা
ধনীরা ঘুমোয় খাট পালঙ্কে
গরীবের মাটিতে সজ্জা।


রোজ দুবেলা ভাতের জন্য
লড়াই চিরকাল
মুক্তির পথ আজও অজানা
শরীর হয় কঙ্কাল।


শিশু শ্রমিক আছে থাকবে
হবে না কখনো বন্ধ
গরীব যতদিন থাকবে দেশে
আইনও থাকবে অন্ধ?


       ******


রচনাকাল  - ১৫|০৫|২০২২