করছি প্রণাম মা বাবাকে
   মানছি তোমরাই গুরু
     মানুষ জনম লয়ে আমি
       জীবন করেছি শুরু।


তোমরাই হলে শিক্ষা গুরু
   প্রথম এবং শেষ
     এই জীবনে চলার পথে
        রইবে তারই রেষ!


শিক্ষক দেন শিক্ষা মোদের
   শিক্ষা গুরুও তিনি
      জ্ঞানের আলো জ্বালেন তারা
         নমস্য তারাও মানি!


মা হলেন সবার বড়
   তিনিই জ্ঞানের আলো
      শৈশব কাটে তারই কাছে
         দূর করেন কালো!


একটা মানুষ সঠিক চলেন
   জ্ঞানই প্রকৃত দিশা
     শিক্ষা গুরু করেন মানুষ
       কাটান আঁধার নিশা!


মা বাবা কিংবা শিক্ষক
   অথবা সকল গুরুজন
     সব বড়রাই শিক্ষা গুরু
       জ্ঞানই আসল ধন!


        ****