শরীরী দেওয়ালে ধরেছে ঘুণ
উইপোকা কুরে কুরে খায় হাড় -
ভেঙে তছনছ হয়ে গেছে ভিতরের কঙ্কাল।


স্রোতের বিপরীতে হাল টেনেছি সারা জীবন
নিজের ভাঙা চেয়ারটাকে সিংহাসন মনে হয়
সেখানে আমিই রাজা, দারিদ্র্যের বসত চিরকাল!


ভেঙে টুকরো টুকরো হয় শৈশবের নোঙর
খোলামকুচির মতো কঙ্কাল চেহারা ঐ সিংহাসনের
দাবিদার নেই, হৃদয়ে আজও লালিত হয় ঐ আসন।


ঝলসে যাওয়া রুটির মতো অর্ধ মৃত জীবন
আগামী প্রজন্ম হাতছানি দিয়ে ডাকে, সাড়া দিতে পারি না -
হাত কেঁপে যায়, দিগন্ত জুড়ে শুধুই কালো কুয়াশার আঁধার।


              *******


২৭ নভেম্বর ২০২২