একটা নতুন ভোরের খোঁজ আজও পেলাম না
একমুঠো রোদ্দুর উঠোনে খেলা করছে আপন মনে
শিশির ভেজা ঘাসের বুকে থেকে ক্রমশ উবে যাচ্ছে জলবিন্দু।


মানুষ ঈশ্বর হতে চায় সব সময়  -
ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে অসুর হতে চায় মানুষ
কিন্তু জানে না, অসুররা চিরকালই নিধন হয়।


খাঁচা থেকে মুক্তি পাওয়া সম্ভব কবে -
শিশিরে ভিজে যাচ্ছে প্রকৃতি, মানুষ ফুটপাতে আছে শুয়ে
অসুররা ঈশ্বর হয় না, ফুটপাতেই খুঁজে  পাবে ঈশ্বর!


দু'চোখ বুজে শুয়ে আছে অসুস্থ ঈশ্বর
মানুষ মানুষকে বুকে জড়িয়ে ধরে রাখতে চায় না কেন
ঈশ্বর হামাগুড়ি দিতে দিতে আঁধারে মিলিয়ে যাচ্ছে সব্বার সামনে।


           *******


রচনাকাল  - ০২/০১/২০২২