ঘন কুয়াশায় ডুবে গেছে চরাচর
ভোরের আলো এখনো হয়নি স্পষ্ট
দিগন্ত জুড়ে সাদা চাদরে ঢাকা!


হিমেল বাতাসে শীতের উত্তাপ ক্রমশ বাড়ছে
খোলা বস্তিটাও ডুবে আছে ঘন কুয়াশায়
প্রয়োজনীয় শীত বস্ত্র তাদের অনেকের শরীরে নেই!


জীবনের যত অবহেলা উপেক্ষা কেবল ওদের জন্যে
রঙ চটা দেওয়ালের মত তারা যেন বিচ্ছিন্ন দ্বীপ
শীতের চাঁদও ঘুমিয়ে পড়েছে ক্লান্ত শরীরে!


একটু উষ্ণতার জন্যে ছোট্ট শিশুরা খুঁজে বেড়ায় মায়ের কোল
কিন্তু মায়েরাও বেরিয়ে গেছে জীবিকার তাগিদে
নিঃশব্দে শীত জাঁকিয়ে বসতে শুরু করে সারা বস্তিতায়!


ফুলে ফুলে ভরে গেছে শহর গ্রামের ফুল বাগিচায়
স্বপ্ন ভাঙা চোখে লাগে অপরূপ ফুলের সুবাস
জীবনের গান গাইতে ভুলে গেছে শীতের মরা রোদ্দুর!


          ********