যাবে নাকি চিড়িয়াখানায়  
এসেছে মজার শীত
স্কুলের ছুটি ছোটোর দল
গাইছে খুশির গীত।


নদীর ধারে বনভোজন
খাবে মাংস লুচি
বাঁধন হারা উচ্ছাস নিয়ে
কান্নার জল মুছি!


খেজুর রসের মিষ্টি স্বাদে
জুড়ায় সবার প্রাণ
নলেন গুড়ের মোয়া বরফি
প্রকৃতির মহা দান।


গরম পোশাক লেপ কম্বল
সোয়েটার কিংবা চাদর
গায়ে দিয়ে বেরিয়ে পড়ো
শীতের পাবে আদর।


সারা বছরের দুঃখ ভুলে
কৃষক কাটে ধান
নবান্ন উৎসবের এসেছে সময়
ভুলে যাও অভিমান।


   ****


রচনাকাল - ২৪/১১/২০২০