মনের খাতায় বিভাবরী রাগ
ভুলি তা কেমন করে
শিশির ভেজা হিমেল পরশ
পাখিরা জাগেনি ভোরে।


ভালোবাসা আজ বন্দী শিকলে
বুনোহাঁস কথা বলে
কান্নার জলে কাজল ভিজেছে
হৃদয়ে আগুন জ্বলে।


স্মরণীয় দিন ভুলি কেমনে
সে এক সাঁঝের বেলা
শীতের কাঁপন ভালোবাসা বিয়ে
নষ্ট মধুর খেলা।


দুজন দুপথে কাব্য লিখেছে
প্রদীপ নিভেছে রাতে
ভালোবাসা মরে ঝুলছে গাছে
স্বপ্ন হারায় প্রাতে।


পৌষের রাত নীরবতা ভেঙে
হৃদয় ডুকরে কাঁদে
ঠুনকো এতই ভালোবাসা মায়া
নূপুর পড়েছে ফাঁদে।।


    *****