পুরনো বাড়ির রঙচটা দেওয়ালে জমছে শ্যাওলা
চৈত্রের তীব্র গরমে ঝলসে যাচ্ছে সভ্যতার  কঙ্কাল
বিবর্ণ ব্যালকনিও মুক্তির স্বাদ পেতে চায়।


হারিয়ে যাওয়া সময়কে বুকে আগলে রেখেছে ইতিহাসের সৌধ
চাঁদের আলো দেওয়ালের খাঁজে খাঁজে ঢুকছে নীরব যন্ত্রণায়
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেন মানছে পুরনো বাড়ির জীবন আলেখ্য।


অন্ধ হরিণকে বাঘের জঙ্গলে ছেড়ে দিলে কী হবে
সে তো এমনিতেই বেঁচে মরে আছে তার পালাবার চেষ্টা বৃথা
তেমনি চৈত্রের দিনে বৃষ্টি খুঁজে মাথা খুঁড়ছে সব মানুষই।


উপনদীর বুক চিরে বেরিয়ে আসছে শুকনো মরুর অসহায়তা
জোয়ার ভাটার পথ বেঁকে হারিয়ে যাচ্ছে অচিন ঠিকানায়
বৃষ্টির সুগন্ধের আশায় প্রতিটি মানুষ হাপিত্যেশ করে প্রহর গুনছে।


         *******


রচনাকাল - ৩০/০৩/২০২১