মেঘের ভেলায় শরৎ আসে
   দিগন্তে কাশের মেলা
      প্রভাত আলোয় শিশির হাসে
         হৃদয়ে খুশির খেলা!


শরৎ মেঘে লুকিয়ে আছে
   হঠাৎ বৃষ্টি কথা
     চোখে আছে সুখের কাজল
        মন্দ হওয়ার ব্যথা!


সবুজ বনানী চারিদিকে হাসে
   পাখিরা মেলেছে ডানা
      শরৎ আকাশে মেঘের ফাঁকে
          উড়তে নেইকো মানা!


গোধূলি বেলায় সাঁঝের প্রদীপ
   তুলসী তলায় জ্বলে
      পূর্ণিমা চাঁদ আকাশ জুড়ে
          লুকোচুরি আজ খেলে!


মন যমুনায় খুশির জোয়ার
   পাখিরা ফিরেছে নীড়ে
       ভালোবাসা মন উড়ছে হাওয়ায়
           প্রেমিক আসছে ফিরে!


বহুদিন হল সাগর পারে
   রইলে এখনও বোকা
      ব্যাকুল হৃদয়ে সোহাগ নদী
         বইছে একা একা!


            ****