পাটভাঙা শাড়িতে এখনও লাগেনি ঝড়ো হাওয়ার ধুলো
গোধূলি আকাশ ছুঁয়েছে শাড়ির নরম সোহাগী আঁচল।


বাবুই পাখির ছোট্ট বাসায় গোধূলি রোদের খেলা -
অভিমানী প্রেম ফিরে ফিরে চায় অলস সাঁঝের বেলা।


তুলসীতলায় গৃহবধূরা সাঁঝের প্রদীপ জ্বালায় ...
পাটভাঙা শাড়ি মৃদু লজ্জায় হাত দুটি শিরে ঠেকায়।


ঠোঁট ডুবে যায় গভীর নিশীথে সুবাস ছড়ায় বাতাস
বাবুই পাখির ছোট্ট বাসা সুখের ঠিকানা আকাশ।


বহুতল বাড়ি নীলাভ আলোয়  মাথা খুঁড়ে মরে সুখ
এক বিছানা তবু কতদূর হৃদয় ঠিকানায় দুখ।।


আঁধারে ডুবেছে কুঁড়ে ঘরগুলো  সুখ আছে চিরদিন
ভালোবাসা বেঁচে গরীবের ঘরে অভাবেও অমলিন।।
  
              ********