ধূসর সূর্যাস্তের ভাঙা ভাঙা আলো
গোধূলি ছুঁয়েছে দিগন্ত রেখায়।


যৌবন সন্ধিক্ষণে শরীর নিয়েছে গরল
দুই দেহ মিশে গেছে এক শরীরে ...


নিঝঝুম রাত আড়মোড়া ভাঙে
সোমত্থ যুবতীর শরীর জুড়ে গন্ধ।


নগ্ন সময় হাত ছানি দেয় বালুচরে
পিছনে তাকাবার নেই কোনো অবসর।


ভোরের পাখি ঘুম ভেঙেছে এক নিরালায়
পুব আকাশ খুঁজে বেড়ায় সেই মেয়েকে।


শাড়ির ভাঁজে লুকিয়ে আছে কলঙ্ক
কোন শাড়িটা পরলে তোমায় লাগবে শান্ত!


              *******