বাতাসে লেগেছে ঘুড়ির সুবাস
এসেছে শরৎ ঋতু
খুশির উঠোনে মৃদু রোদ্দুর
হৃদয়টা নয় ভীতু!


স্মৃতির পাতায় স্বপ্নের ঢেউ
বারবার ফিরে আসে
সোনাঝরা দিন ফুলের সুগন্ধ
যমুনার জল হাসে!


ছেঁড়াছেঁড়া মেঘ আকাশের বুকে
আপন খেয়ালে চলে
সবুজ বনানী বৃষ্টিতে ভিজে
বেঁধেছে মায়ার ছলে!


রোদ ঝলমল প্রকৃতির শোভা
রামধনু রঙ আঁকা
অভিসারী মনে উদাসী হাওয়া
হৃদয় হয়েছে ফাঁকা!


আকাশ জুড়ে ঘুড়ির লড়াই
কিশোর বেলার দিন
ভোঁকাট্টা ঘুড়ি ধরছে কিশোরী
দু’চোখে খুশির বীণ!


   ****