মানব জীবনে রঙ আসছে
ফিরছে নতুন ছন্দ
ভুলে যাব অন্ধ অতীত
যা কিছু সব মন্দ।


সোনালী আগুন বুকে জড়িয়ে
করছে শিশুরা খেলা
ঐ আগুনে পুড়বে না কেউ
খুশিতে কাটবে বেলা।


সবুজ বনানী পুড়ে ছারখার
মানুষের ভাষা নীরব
হাসবে আবার সব মানুষই
হচ্ছে সবাই সরব।


হিমেল বাতাস হাতছানি দেয়
নতুন ভোরের আলো
শিশির ভেজা ঘাসের বুকে
কে যেন আবীর দিলো।


হাসবে পৃথিবী হাসবে মানুষ
এমন ছিল কথা
চোখের জলে কাব্য লিখে
ভুলবে মানুষ ব্যথা।


   ****


রচনাকাল - ১২/১১/২০২০