অঝোর ধারায় বৃষ্টি ঝরে
শরৎ আকাশ থেকে
আশ্বিন মাসে মায়ের পুজো
পঞ্জিকাতেই লেখে।


দুটি বছর হয় নি পুজো
তাই সাজো সাজো রব
হাসি ফুটুক শিউলি বনে
হাসবে মানুষ সব।


কখনো বৃষ্টি কখনো রোদ্দুর
শরৎ আকাশে ভোর
পুজোর কদিন কাটবে ভালো
আসবে মনেতে জোর।


কাশফুল সব দোলায় মাথা
দিগন্তে সোনালী আলো
মায়ের চরণ পড়বে ধরায়
এতেই সবার ভালো।


অভুক্ত মানুষও হাসবে কদিন
পাবেও দুমুঠো অন্ন
মা দূর্গার কৃপায় মানুষ
জীবন করবে ধন্য।


     ******


রচনাকাল  -   ২৮|০৮|২০২২