ভাঙা চোরা অধ্যায়টা শেষ করতেই হবে
ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছি কই
ফিরে আসুক সোনালী ধানের শিসে ভরা জীবন।


পথের বাঁকে দাঁড়িয়ে আছে দিশেহারা রোদ্দুর
চোখের কাজলে ভাঙা মনের উদাসী রূপকথা
গোলামের মতো তৃষ্ণার্ত হয়ে বেঁচে থাকার সংগ্রাম।


অচিন সুখের খোঁজে ঠিকানা হারিয়ে ফেলছে সব্বাই
সোনালী ধানের শিস হিমেল বাতাসে দুলছে
ঐ সুগন্ধ বুকে নিয়ে বাঁচতে চায় খেটে খাওয়া মানুষ।


সভ্য মানুষ পিছন ফিরে তাকায় না কেন
জীবনের রঙিন পথের সন্ধান কবে ওরা পাবে
কিন্তু সভ্য মানুষ জানে না নতুন ধানের সুগন্ধ।


                *******


রচনাকাল  - ২৭/০১/২০২১