আবার নিম্নচাপ, আবার মানুষ অসহায় -
যেন বিকলাঙ্গ জীবন, হামাগুড়ি দেয় অনাগত সুখ
কৃষকের মুখে একরাশ হতাশার কালো ছায়া।


বঙ্গোপসাগর যেন এখন নিম্নচাপের কারখানা -
সময় অসময় বলে কিচ্ছু নেই, শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই নিম্নচাপ
দুঃসময় যেন পিছু ছাড়ছে না কিছুতেই।


প্রকৃতির রোষে ভাষা হারিয়ে ফেলেছে বিপন্ন মানুষ
শীতের আমেজ হারিয়ে গেছে অচিন অন্ধকারে
শিশির ভেজা ঘাসগুলো হাবুডুবু খাচ্ছে অকাল বৃষ্টির তাণ্ডবে।


শীতের ধান, সবজিগুলো নিয়ে কী করবে চাষিরা ভেবে পাচ্ছে না
মাঠে মাঠে সোনালী ধানের কান্নার শব্দ ...
পাখিদের ডানায় নামছে বিষাদ স্বপ্নের আঁধার কাব্য।


               ******


রচনাকাল - ০৫/১২/২০২১