পাল্টে গেছে জীবনের রঙ
পাল্টে গেছে বোধ
বোধনের গান গাইতে মানা
দেনা কবে হবে শোধ!


অসুস্থ পৃথিবীর কান্না শুনে
থমকে দাঁড়ায় চাঁদ
মানুষ নাকি নরকের কীট
পাতছে নানান ফাঁদ!


ফাঁদে এখন পড়েছে মানুষ
যারা পেতেছিল জাল
সেই জালেতে নিজেরাই আটকে
কেমন হয়েছে হাল!


সোনার হরিণ যায় না ধরা
সবই মায়ার খেলা
মুক্তির পথ জানি না কেউই
আসছে আঁধার বেলা।


ভরা কোটাল জোয়ারের স্রোতে
ভেসেছে সুখের জীবন
চাঁদের কলঙ্ক মুছতে গিয়ে
লিখেছি নিজের মরণ।


       *******


রচনাকাল - ২৮॥০৪॥২০২১