টুকরো জীবন উপোস কেন
ভাবলো নাতো কেউ
ফসিল শরীর লুটিয়ে পড়ে
ভাঙছে নদীর ঢেউ।


পেঁজা তুলোর জীবন যেন
হাওয়ার তালে ভাসে
নষ্ট রোদে যায় শুকিয়ে
মাটিতে এসে মেশে।


কান্না চেপে মুখোশ পরে
ভুলবো মোরা মরণ
কোথায় পাব সোনার খনি
হাসবো সারা জীবন!


আঁধার পথে খুঁজেই মরি
মনের মতো মানুষ
দিন দুনিয়ার মালিক জানে
মানুষ বোকা ফানুস!


শীতের শেষে আসবে ফিরে
মধুর বসন্ত হাওয়া
কষ্টের রোদ হবে বিলীন
না চাইতে সব পাওয়া!
    
      *******


রচনাকাল - ১৩/০২/২০২১