সোনার নদী পাখির ডাকে জাগে
স্রোতের টানে জঞ্জাল বুকে টানে
সব নদীতেই জমছে দুঃখ ব্যথা
যাবেই ভেসে সুখের উজান বানে।


সভ্য মানুষ নদীকে ভাবে না আপন
নদীকে ভাবে নোংরা ফেলার পাত্র
বুকের ব্যথা বাড়বে যতোই নদীর
মানুষ ততই ভয়ে হবে সন্ত্রস্ত।


আসছে ভেসে বর্ষাকালীন মেঘ
সুখের জীবন হবে নিমেষে শেষ
বন্যার স্রোতে সবই যাবে ভেসে
ঈশ্বর বলবেন, বেশ বেশ বেশ!

লক্ষ মানুষ নদীর কূলে বাস
নদীর মাছ বাঁচায় তাদের জীবন
জীবিকার টানে মাঝ দরিয়ায় ভাসে
সত্যি জীবনে লিখবে ওরাও মরণ!


সভ্য মানুষ ডেকোনা নিজের মরণ
নদী বাঁচিয়ে করো সুখের বাস
আবর্জনা ফেলা এবার করো বন্ধ
নইলে নদীই করবে বড়ো পরিহাস!


               ********


রচনাকাল  - ০১|০৬|২০২২