হাসির আড়ালে লুকিয়ে আছে
বেদানার এক নদী
জীবন কাব্যে উচ্ছল হাসি
থাকতো সবার যদি।


শাড়ির আঁচলে মুখ ডুবিয়ে
চলবে কেমনে জীবন
ছিন্ন শাড়িতে লজ্জা ঢাকতে
চেওনা কখনো মরণ।


সাঁঝের প্রদীপ জ্বলে নীরবে
হৃদয়ে গভীর দাগ
সংসারে আজ অশনি সংকেত
করবে কেমনে রাগ!


সোনার প্রতিমার একী চেহারা
পরনে ময়লা শাড়ি
দুবেলা জোটেনা সুখের অন্ন
রোজ চড়েনা হাঁড়ি।


শিউলি প্রভাতে শিশির ঝরে
আসছে শারদ মেলা
সোনার প্রতিমার পড়ছে মনে
কুমারী দিনের বেলা।


       *******


রচনাকাল  -  ২২|০৯|২০২০