বর্ষা মেঘ যাচ্ছ কোথায়
   আছে তোমার তাড়া
      চাষবাস সব চুলোয় যাবে
         দেবে কখন সাড়া!


চাষির দুঃখ বারো মাস
   বুঝবে কখন আর
      দুঃখের দিন শেষ কখন
          সুখ আসবে তার!


উত্তর বঙ্গ ভাসাও জলে
    দক্ষিণ শুকিয়ে মরা
       এমন বিচার কেন তোমার
           করছো কেন খরা!


সাদা বকের ডানায় লেখা
    বর্ষা ঋতুয় বাণ
        চাষি কবে দুঃখ ভুলে
            হাসবে খুশির গান!


জনম জনম কষ্ট সয়ে
   কেন মরমে মরি
       বর্ষা মেঘ দুঃখ ঘুচাও
            দাওনা সোনার তরী!


          ****