শরশয্যা শুয়ে আছেন ভীষ্ম  -
প্রতিটি মানুষও যেন শুয়ে আছে শরশয্যায়
বড় কষ্টের দুঃসহ জীবন।


শরশয্যার বিছানা এখন আর হয় না
তবুও মানুষ অনুভব করে শরশয্যা যন্ত্রণা
শরীর জুড়ে ক্ষত বিক্ষত হয় ভিতরের শিরা উপশিরা।


শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে কালো রক্তের স্রোত
মানুষ ভুলে গেছে সুখের জীবনের রঙিন স্বপ্ন
দুঃস্বপ্ন দেখতে দেখতে হাসতেও ভুলে গেছে।


অদৃশ্য শরশয্যার বিছানা বড় যন্ত্রণা দেয়
কিছুই দেখা যায় না সব্বাই অনুভব করে
অন্ধকার হাতড়ে হাতড়ে খুঁজে পেতে চায় তাদের অতীত উত্তরাধিকার।


           ******


রচনাকাল  - ২০|০৫|২০২২