গর্ভে নিয়েছ সোহাগের রঙ
ভালোবাসা তারে কয়
দখিনা হাওয়ায় ফাগুন ছোঁয়ায়
কাটবে সকল ভয়!


মরমী ওষ্ঠে সুখের কাব্যে
বসন্ত পাখির ডাক
রূপকথা মন জোছনা ছড়ায়
ভালোবাসায় নেই ফাঁক।


নিশুতি রাত জোনাকি আলো
সোহাগেই হবে ভোর
সুখের অলিন্দে অবারিত দ্বার
লাজুক আঁখির ঘোর।


সোহাগের রঙ থাক চিরকাল
মরমী মনের গান
শিমুল পলাশ হয়েছে লাল
ফাগুন দিয়েছে প্রাণ।


দুটি ওষ্ঠের মিলন মেলায়
সোহাগেই কাটুক রাত
ভোর বাতাসে হিমেল পরশ
ভালোবাসায় দেখো না জাত।


           *****


রচনাকাল  - ০১/০৩/২০২২