শবের মিছিলে কান্না লেখা
স্বাধীনতা তুমি কার
ধর্ষণ খুন রক্তের নদী
পারছি না নিতে ভার।

স্বাধীনতা নিয়ে গর্ব করার
দিন কী হয়েছে শেষ
ভাঙা রোদ্দুরে পুড়ছে কুমারী
কোথায় সুখের দেশ?

মোমবাতি আলো নীরবে জ্বলে
চেতনার নদী মরা
ভরা শ্রাবণেও কেন শুকায়
হৃদয় নদীতে খরা।

স্বাধীন দেশে মুক্তির গান
মানুষ গাইবে কবে
নারী সম্মান ধুলায় লুটায়
সবাই নীরবে রবে।

তেরঙা পতাকা উড়ছে আকাশে
স্বাধীনতা তুমি কার
আটাত্তর বছর দেশটা স্বাধীন
রাত্রে নারীরা পায় না পার!

       *****

রচনাকাল -
২১শে আগস্ট ২০২৪