পায়ে হাত দিয়ে প্রণাম করার
উঠেই গেছে চল
হাসি মুখে হাতটি নেড়ে
দেখায় কতো ছল।

শিক্ষকের কাছে মাথা নত
করেই একবার দেখো
হৃদয়ে শান্তি পাবেই পাবে
অপরকে দেখে শেখো।

শিক্ষক হল চলার পথে
সত্যি আসল গুরু
প্রণাম করে বেরিয়ে পড়ো
করো জীবন শুরু।

শিক্ষক দিবস পালন করে
দেখাও শ্রদ্ধা ভক্তি
শিক্ষকের আশিস মিলবে সদাই
পাবে জীবনে মুক্তি।

শিক্ষা ক্ষেত্রে অরাজকতা
ক্রমেই চলেছে বেড়ে
শিক্ষক দিবসে শপথ করো
পাপীদের দেবে না ছেড়ে।

         ******

রচনাকাল -
৫ই সেপ্টেম্বর ২০২৪