সিংহাসন ফাঁকা
রাজা কোথায়?
লুকিয়ে নেই তো কোথাও?
খুঁজছে সব্বাই।
ধনী গরীব মিলেমিশে খোঁজে
রাজা কোথায়?
রাজ্য শাসন করবে কে?
রাজা কী চোর?
সিংহাসন চুরমার!
বিচার চাইছে সব্বাই
ন্যায় বিচারের আশায় পথে মানুষ
মৃত কান্নারা ডুকরে ডুকরে আজও কাঁদছে।
অন্ধকারে ছায়ামূর্তি হাঁটে
পায়ের শব্দ শোনা যায়
কিন্তু কাউকে দেখা যাচ্ছে না
ভয়ঙ্কর সময় হাতছানি দিয়ে ডাকে...
*******
রচনাকাল -
৬ই সেপ্টেম্বর ২০২৪