রথের চাকায়             ছন্দ খুঁজি
         আষাঢ় বাদল দিনে
লক্ষ ভক্ত               টানবে রশি
          পুণ্য শুভ ক্ষণে।


রথের মেলায়           পুণ্য উৎসব
          মানুষ ভোলে দুখ
জগন্নাথ দেবের           আশিস নিলেই
             পাবে মহা সুখ।


বৃদ্ধ বৃদ্ধা               শিশু কিশোর
      আসে মিলন মেলায়
ভগবান দর্শন           পেতে সবাই
         ভাসে খুশির ভেলায়।


জয় জগন্নাথ             জয় জগন্নাথ
          করছে ভক্ত কূল
অন্ধকার দূর             করো প্রভু
          ভাঙুক সকল ভুল।


তোমার কৃপায়          শান্তি আসুক
           সকল জাতি ধর্মে
জয় জগন্নাথ             জয় জগন্নাথ
        মানুষ ফিরুক কর্মে।


লক্ষ মানুষ             টানছে রশি
        চলছে তোমার রথ
তোমার শক্তি          অসীম প্রভু
         দেখাও শুভ পথ।


প্রলয় আসুক            দুঃখ আসুক
         ভাসুক সুখের জমি
চোখের জল             দাও মুছিয়ে
           ভরসা প্রভু তুমি।


              ****